এরদোয়ানের মন্তব্যে যুক্তরাষ্ট্রের নিন্দা

এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইহুদি জনগোষ্ঠীকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ইহুদি জনগণকে নিয়ে এরদোয়ানের মন্তব্য বিদ্বেষমূলক । এ খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা প্রেসিডেন্ট এরদোয়ান এবং অন্যান্য তুর্কি নেতাদের উসকানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এ ধরনের মন্তব্য সহিংসতা আরও বাড়িয়ে তুলতে পারে।’

তবে, এরদোয়ানের কোন মন্তব্যকে যুক্তরাষ্ট্র ইহুদিবিদ্বেষী বলে মনে করছে, তা নির্দিষ্ট করে বলেননি নেড প্রাইস। এ বিষয়ে জানতে চাইলে, রয়টার্সকে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ফিলিস্তিনিদের পক্ষে বরাবরই সরব এরদোয়ান। তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলার সমালোচনা করেছেন। জেরুজালেমে ফিলিস্তিনিরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়লে প্রত্যুত্তরে ইসরায়েলি পুলিশ তাদের ওপর রাবার বুলেট ছোঁড়ায় ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলেছেন এরদোয়ান।

আরো পড়ুন- ইসরাইলি যুদ্ধজাহাজে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা