এমডি নিয়োগে ব্যর্থতায় ডিএসইকে শোকজ করলো বিএসইসি

ডিএসইকে শোকজ

দীর্ঘ সাত মাসেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির জন্য উপযুক্ত ব্যবস্থাপনা পরিচালক নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। আর তাই এ ব্যর্থতার কারণ জানতে ডিএসইকে শোকজ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, সাত মাসেরও বেশি সময় ধরে ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসই এ ব্যর্থতার দায় এড়াতে পারে না বলে মনে করছে বিএসইসি। তাই এ ব্যর্থতার কারণ জানতে ডিএসইর কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন। ব্যাখ্যা দেওয়ার জন্য ডিএসইকে মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বিএসইসি মনে করে, নির্ধারিত সময়ের মধ্যে (৯০ দিন) ডিএসই তাদের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০১৩ এর রেগুলেশন ১০(৩) লঙ্ঘন করেছে।

২০২০ সালের ৮ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএসইর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক পদত্যাগের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৪ নভেম্বর এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই।

আরো পড়ুন- মিশন হিউম্যানিটিকে ৫ লাখ টাকা অনুদান