এনআইডি চেয়ার-টেবিল নয়: সিইসি

চেয়ার-টেবিল
নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে গেলে নির্বাচন কমিশনের অসুবিধা হবে। এনআইডি সেবা কোনো চেয়ার-টেবিল নয় যে চাইলেই উঠিয়ে নিয়ে যাবে। এটা নিয়ে আলোচনায় বসতে হবে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বুধবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি কে এম নূরুল হুদা। এ সময় তিনি এনআইডি তৈরির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেওয়ার সরকারের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সিইসি বলেন, এনআইডি সেবা হস্তান্তরের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন হয়ে গেলেও আলোচনার সুযোগ থাকছে। অনেক বড় প্রতিষ্ঠান তো এটা। কীভাবে নেবে না নেবে এই বিষয়ে অবশ্যই আলোচনা হবে। এটা তো চেয়ার- টেবিল না যে উঠিয়ে নিয়ে গেলাম।

আরও পড়ুনঃ- করোনা আক্রান্ত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার