মার্কেন্টাইল ব্যাংকে এক্সপোর্ট ট্রেড নিয়ে ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকে এক্সপোর্ট ট্রেড

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি Export Trade And EXP Reporting  শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির  প্রধান কার্যালয় ও এডি শাখার সংশ্লিষ্ট ডেস্কে কর্মরত ৬৩ জন কর্মকর্তা ২০ মার্চে  অনুষঠিতি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও CAMLCO শামীম আহমেদ কোর্সটির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স যথাযথভাবে পরিপালনের জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রশিক্ষণে মুল সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের Foreign Exchange Operation Department (FEOD) এর জয়েন্ট ডিরেক্টর মোঃ মোকাদ্দেম আহমেদ।

এছাড়া, ব্যাংকের আইডি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান এস.এম. মাহবুবুল আলম সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

আরো পড়ুন- মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং নিয়ে ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত