দর বাড়ার কারন জানে না একমি পেস্টিসাইডস

একমি পেস্টিসাইডস

লেনদেন শুরু পর মাত্র এক কার্যদিবস শেয়ার দর কমেছে একমি পেস্টিসাইডসের। বাকি ১৩ কার্যদিবসই শেয়ার দর বেড়েছে। তবে কোনো কারণ ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে অব্যাহতভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে  জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য সূত্র মতে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া সম্পন্ন করে ১১ নভেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। ১০ টাকা মূল্যের শেয়ার দর ২ ডিসেম্বর বেড়ে দাঁড়ায় ৩৬.৯০ টাকায়। অর্থাৎ এই ১৪ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের দর ২৬.৯০ টাকা বা ২৬৯ শতাংশ বেড়েছে।