ইভ্যালির সম্পত্তি বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট সৈয়দ মাসিব হোসাইন।

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে র‍্যাবের জিজ্ঞাসাবাদে রাসেল জানান, ইভ্যালির বর্তমান অ্যাকাউন্টে রয়েছে ৩০ লাখ টাকা।

নিজস্ব গাড়ি রয়েছে ২৫ থেকে ৩০ টি। ​এছাড়া বিভিন্ন গেটওয়েতে গ্রাহকদের রয়েছে ৩০ থেকে ৩৫ কোটি টাকা। ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিষ্ঠানের দায় ছিল ৪০৩ কোটি টাকা। সেই সময়ে তাদের সম্পদ ছিল ৬৫ কোটি টাকা।