আলোচিত ‘মুক্তি’ নতুন মাইলফলক

আলোচিত ‘মুক্তি’ নতুন মাইলফলক
আলোচিত ‘মুক্তি’ নতুন মাইলফলক

মঞ্চ নাটকের প্রথিতযশা নাট্যদল ‘থিয়েটার’র আলোচিত নাট্য প্রযোজনা ‘মুক্তি’ নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর। সেদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটকটির শততম প্রদর্শনী হবে।

বিখ্যাত মার্কিন নাট্যকার লী ব্লেসিংয়ের ‘ইনডিপেনডেন্স’ অবলম্বনে নাটকটির ভাবানুবাদ করেছেন প্রয়াত শিল্পবোদ্ধা ও কূটনীতিবিদ মিজারুল কায়েস। ত্রপা মজুমদারের নির্দেশনায় নাটকটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার।

এছাড়া অপর তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী এবং তানভীন সুইটি। উল্লেখ্য, নাটকটি ২০০৪ সালে ঢাকায় প্রথম মঞ্চায়িত হবার পর ভারত ও যুক্তরাজ্যের বিভিন্ন মঞ্চে অভিনীত হয়েছে।

শততম মঞ্চায়নের মাধ্যমে এই চার অভিনয়শিল্পী গত ১৭ বছর ধরে একই চরিত্রে নিয়মিত অভিনয় করার বিরল গৌরব অর্জন করতে যাচ্ছেন। সেদিন প্রদর্শনীর আগে ‘মুক্তি’ নাটকটি গ্রন্থাকারে প্রকাশ করা হবে। নাট্যগ্রন্থটি প্রকাশ করছে সাহিত্য প্রকাশ।