জনগণের সেবা করতে পারাটাই আমার অর্জন : প্রকৌশলী মোহাম্মদ হোসাইন

আমার অর্জন

জনগণের সেবা করতে পারাটাই জীবনের সেরা অর্জন বলে উল্লেখ করেছেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ট্রাস্টি, পাওয়ার সেলের মহাপরিচালক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

সোমবার হাজীগঞ্জ পাইলট মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ছাত্র অবস্থায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই জনসেবা মানসিকতা নিয়ে। সেই ধারায় আজও জনগণের পাশে রয়েছি। এই করোনাকালীন সময়ে নিজের সর্বোচ্চ দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছি ভবিষ্যতেও সঙ্গে থাকবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন, গাউছিয়া কমিটি চাঁদপুর জেলার সভাপতি আলহাজ্ব প্রফেসর শাহজামাল তালুকদার, হাজীগঞ্জ পাইলট মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তানভীর, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা মুফতি ফজলুল কাদের বাগদাদী। শাহরাস্তির সভাপতি উপধ্যক্ষ সায়েদুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক কাজী আ. হান্নান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু, ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী কবির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান মাউলা।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান, হাজীগঞ্জ পৌর তাঁতী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজী সাবেক ছাত্রনেতা নেছার আহমেদ, ফারুক আহমেদ আব্দুর রাজ্জাকসহ অনেকে।