আমরণ অনশনে কুবির শিক্ষার্থীরা, দায় নেবে কে?

শ্রেণীকক্ষের দাবিতে আমরণ অনশনে বসলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতক বিভাগের ১৩ জন শিক্ষার্থী।

এই বিভাগের চলমান পাঁচটি ব্যাচে শিক্ষার্থী সংখ্যা ২৪১ হলেও শ্রেণীকক্ষ বরাদ্দ মাত্র একটি। সাতজন শিক্ষকের জন্য রয়েছে দুইটি অফিস কক্ষ।

প্রতিষ্ঠার চার বছর পর গত সপ্তাহে প্রশাসন এই বিভাগকে সব মিলিয়ে ১০টি কক্ষের বরাদ্দ দেয়। নতুন শ্রেণীকক্ষে অর্ধেক বেঞ্চ ও অফিস স্থানান্তরিত করার পর আসে প্রশাসনের নতুন আদেশ। স্থগিত করে দেয়া হয় বরাদ্দকৃত সব কক্ষ।

এখন শ্রেণীকক্ষে নেই বেঞ্চ। শ্রেণীপাঠদান অসম্ভব। এমন অবস্থায় প্রশাসন গত রবিবার আবারো সিদ্ধান্ত দেয়, একসপ্তাহ সময়ের মধ্যে প্রত্যেক অনুষদের ডিনরা নিজ নিজ বিভাগগুলোর জায়গা বন্টন করে দেবেন।

এই ঘোষণা শোনার পর অাজ সোমবার সকাল ৮টা ৩০ থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে শ্রেণীকক্ষের দাবিতে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান এবং উপাচার্য মিটিংয়ে অাছেন। উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, গতকাল বিভাগীয় প্রধানদের নিয়ে মিটিং করেছি। আজও মিটিং চলছে। আমরা সমাধানের চেষ্টা করছি।

আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা জানিয়েছেন, নিজেদের অধিকার অাদায় না হওয়া পর্যন্ত তারা এ অনশন চালিয়ে যাবেন।