আবহাওয়াবিজ্ঞান বিভাগে স্নাতক কোর্স চালু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

আবহাওয়াবিজ্ঞান বিভাগে স্নাতক কোর্স চালু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৷ ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগে স্নাতক কোর্সে ১৫ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানানো হয়েছে৷ এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আসনসংখ্যা ৭ হাজার ১১৮টি থেকে ৭ হাজার ১৩৩ হয়েছে ৷

সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সময়ে ২০১৬ সালে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে আবহাওয়া বিজ্ঞান বিভাগ খোলা হয় ৷ তখন থেকেই বিভাগটিতে স্নাতকোত্তর কোর্স চলছিল ৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বর্তমানে ৮৪টি বিভাগ ও ১২টি ইনস্টিটিউট রয়েছে ৷আছেন  ১ হাজার ৯৯২ জন শিক্ষক এবং ৩৭ হাজার ১৮ জন শিক্ষার্থী৷  ৫৬টি গবেষণাকেন্দ্র ও ব্যুরো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৷