প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারীর আত্নীয় পরিচয়ে জালিয়াতি

আত্নীয় পরিচয়ে জালিয়াতি

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলমের ভাগিনা পরিচয় দিয়ে দুবাইয়ে বহু মানুষের সাথে প্রতারনার দায়ে ভুক্তভোগীরা সজিব আহমেদ নামের এক প্রতারককে আটক করেছে। সজিব আহমেদ  নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মোহাবুল্লাপুর গ্রামের আবুল খায়ের এর ছেলে।

সোমবার দুবাইয়ে ভুক্তভোগীদের বেশ কয়েকজন কৌশলে আটক করে তাকে। জানা গেছে, ঢাকায় ওসমান গনি নামে তার আরো একজন সহযোগী রয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলম তার আপন মামা এই পরিচয়ে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো সজিব আহমেদ। ভুক্তভোগীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর কয়েকশো কোটি টাকা দুবাইয়ে বিনিয়োগে অংশীদারিত্বের কথা বলে প্রতারনার ফাঁদ পাতে সজিব।

প্রতারনার এক পর্যায়ে ভুক্তভোগীদের সামনে কল লিষ্টে অন্য নাম্বার জাহাঙ্গীর মামা নামে সেভ করে কথা বলে বিশ্বাস অর্জন করাতো।