আজ থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ

সাগরে মাছ

দেশে মাছের বংশবিস্তার ও মৎস্য সম্পদের সুরক্ষার জন্য সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়। ফলে সাগরের জেলেরা সব ধরনের মাছ শিকার করা থেকে বিরত থাকবেন।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে প্রতি বছর ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ। গতকাল ১৯ মে বুধবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে ২৩ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ২০১৫ সালে এই নিষেধাজ্ঞা চালু হয়। তবে শুরুতে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রলারের আওতায় থাকলেও ২০১৯ সাল থেকে সব ধরনের নৌযানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। সে জন্য ভোলার যেসব জেলেরা সাগরে মাছ ধরতে যান, তাঁদের অনেককেই ট্রলার উপরে তুলে রাখতে দেখা গেছে।

এদিকে, আইন যেন সবার জন্যই কার্যকর হয়, এই দাবি তুলেছেন সাধারণ জেলেরা। নিষেধাজ্ঞার এই সময়ের মধ্যে জেলেদের ভিজিএফের চালের আওতায় আনছে সরকার।