আজ কৃষিবিদ ফিডের লেনদেন শুরু

Krishibid-Feed-Limited
Krishibid-Feed-Limited

এসএমই কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেড আজ বুধবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির ট্রেডিং কোড হবে “KFL”। আর কোম্পানি কোড হবে ৬৯০০৪।

কোম্পানিটির গত ২৮ অক্টোবর কোয়ালিফাইয়েড ইনভেস্টর অফারে (কিউআইও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। কৃষিবিদ ফিডের নিলামে ৫১৩টি যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৪২টি প্রতিষ্ঠান ও ১৭১ জন ব্যক্তি বিনিয়োগকারী আছেন।

প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ১০৯টি করেছে স্টক ডিলাররা।

আরো পড়ুন : বান্ধবীর সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বান্ধবীর মৃত্যু

সমসংখ্যক বিড জমা পড়েছে স্বীকৃত পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ডের। মিউচুয়াল ফান্ডগুলো ৩৬টি বিড করেছে। মার্চেন্ট ব্যাংকের বিড জমা পড়েছে ২৭টি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ১৭টি, বীমা কোম্পানির ১৫টি, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ১২টি, ব্যাংকের ১১টি। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজাররা জমা দিয়েছে ৫টি প্রস্তাব। আর অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ১টি প্রস্তাব জমা পড়েছে।

উল্লেখ, গত ৫ সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৯০তম কমিশন সভায় কোম্পানিটির কিউআই অফারের দেয়।

কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ২.২০ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ২২ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডিজেল জেনারেটর ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৪৭ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এমটিবি ক্যাপিটাল।