আইসিইউতে করোনা রোগীর চাপ বাড়ছে

আইসিইউতে

আস্তে আস্তে আইসিইউতে বাড়ছে করোনা রোগীর চাপ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে খালি নেই কোন আইসিইউ বেড। করোনা রোগীর চাপে ৩ দিনে ভরে গেছে কোভিড ডেডিকেটেড নতুন হাসপাতাল। হাসপাতালে যারা যাচ্ছেন, বেশীরভাগই হুট করে ভুগছিলেন শ্বাসকষ্টে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে গতকাল পর্যন্ত ভর্তি রোগী ১২৪ জন।

আইসিইউতে ছিলেন ৭৫ রোগী, ইমার্জেন্সি রোগীর সংখ্যা ৪৯। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত ৬৪ রোগী চিকিৎসা নিচ্ছেন। কোভিড টেস্ট আর টিকার ২য় ডোজ নিতে হাসপাতালে মানুষের ভীড় সকাল থেকেই।