অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুর শোরেবাংলা স্টেডিয়ামে তামিম-মুশফিকরা বৃষ্টি আইনে জিতেছে ১০৩ রানে। এই জয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় দারুণ উন্নতি হয়েছে লাল-সবুজের দলের। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ।

আট ম্যাচে খেলে ৫০ পয়েন্ট পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলাদেশ। ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ৪০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ৩০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। ভারত ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। জিম্বাবুয়ে নবম এবং আয়ারল্যান্ড দশম স্থানে রয়েছে। ৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে ১১তম স্থানে।

এই সুপার লিগ ভালো করা দলগুলো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। আয়োজক দেশ হওয়ায় ভারত সরাসরি খেলবে।

আরও পড়ুনঃ- করোনায় স্থগিত এশিয়া কাপ ক্রিকেট