অলিম্পিকের কাপ কেক লাইনে বছরে রাজস্ব আসবে ৭৬ কোটি টাকা

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির কাপ কেক লাইনে বছরে প্রায় ৭৬ কোটি ২ লাখ টাকা রাজস্ব আসবে বলে কোম্পানিটি আশা করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির বিদ্যমান নেট প্রফিট রয়েছে ১১ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি আশা করছে নতুন লাইন ব্যবহার করে বছরে নেট প্রফিট বাড়বে ৮ কোটি ৫৯ লাখ টাকার।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানি আধুনিকায়নে মোট ২৫ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।এর মধ্যে ১৭ কোটি ৫০ লাখ টাকা নির্মাণ ব্যয়। কোম্পানিটির কার্টুন উৎপাদনে ১ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া ৬ কোটি ৪৯ লাখ টাকা কাপ কেক লাইনে ব্যয় হবে।

এছাড়া কোম্পানিটি কাপ কেক মেকিং লাইন, প্লেইন কেক এবং কাস্টার্ড কেক লাইন আমদানি করবে চায়না থেকে। এতে কোম্পানিটির ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। কোম্পানিটির ক্লিন রুম তৈরী এবং অন্যান্য জিনিজপত্র কিনতে ১ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হবে।