কাল কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসি নিয়ে বৈঠকে বসছে অর্থ মন্ত্রণালয়

Fazle_Kabir-Shibli_Rubaiyat

পুঁজিবাজারের চলমান পরিস্থিতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ডাকা বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল। এতে বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রতিনিধি ছাড়াও থাকবেন জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির প্রতিনিধিরা। সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে এই বৈঠক।

‘পুঁজিবাজার উন্নয়নের’ লক্ষে অর্থ মন্ত্রণালয় আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করবেন, মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং পুঁজিবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজ উদ্দীন আহমেদ।

এই বৈঠকের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন বলেন, ‘অর্থমন্ত্রীর সঙ্গে আগেই নানা বিষয় আলোচনা হয়েছিল যেসব বিষয় নিয়ে, সেগুলোর বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে।’ পুঁজিবাজারে সাম্প্রতিক পরিস্থিতিতে এই বৈঠকের দিকে দৃষ্টি রয়েছে বিনিয়াগকারীদের।