টিকা, জনবল ও অক্সিজেনের সংকট থাকছে না

অক্সিজেনের সংকট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে জেলা-উপজেলায় কভিডের টিকা চালু করার জন্য। এ ছাড়া বয়স্কদের অগ্রাধিকার দিতে বলেছেন। এখন পর্যন্ত ২১ কোটি টিকা পাওয়ার ব্যবস্থা হয়েছে। জনবলসংকট কাটাতে শিগগিরই চার হাজার ডাক্তার ও চার হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। অক্সিজেনসংকট কাটাতে প্রতি সপ্তাহে আসবে ২০০ টন করে অক্সিজেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন থেকে আরো ৩০ লাখ ডোজ সিনোফার্মের টিকা আসবে আজ কালের মধ্যে। এ ছাড়া আগস্ট মাসে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার-বায়োএনটেকের আরো ৬০ লাখ ডোজ টিকা আসছে। এ ছাড়া পর্যায়ক্রমে অন্য কয়েকটি সোর্স থেকে টিকা আসবে বলেও জানান।  এর ফলে টিকার সংকট থাকছে না।