মহামারী করোনার উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ৬৬ দিন বন্ধ থাকার পর ‘সীমিত পরিসরে’ ট্রেন চলাচল করলেও আগামী ১৫ আগস্টের পর থেকে পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু হবে। রোববার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
শরীফুল জানান, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন। রেলওয়েও প্রস্তুতি নেয়া শুরু করেছে।
আরো পড়ুন- বৈরুতে সহায়তা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ
করোনার কারণে টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর গত ৩১ মে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবকিছু সীমিত পরিসরে খুলে দেয় সরকার। ধীরে ধীরে সব অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, বিমান চলাচল শুরু হয়। এরমধ্যে সীমিত পরিসরে ট্রেন চলাচলও শুরু হয়।
করোনার বিস্তার রোধে গত ২৪ মার্চ আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
[…] আরো পড়ুন- ১৫ আগস্টের পর সব ট্রেন চালবে […]