Spot-Market

আগামীকাল সোমবার ২২ নভেম্বর, পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আর.এন স্পিনিং, বারাকা পাওয়ার, শেপার্ড ইন্ডস্ট্রিজ, স্ট্যাইল ক্রাফট, অ্যারামিট, বারাকা পতেঙ্গা পাওয়ার, জুট স্পিনার্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, জাহিন স্পিনিং ও সিমেটক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এর মধ্যে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৪ নভেম্বর, বুধবার। এই কোম্পানিগুলোর রেকর্ড তারিখ আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।

আর বাকী কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৩ নভেম্বর, মঙ্গলবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী২৪ নভেম্বর, বুধবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।