সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দল বাথ পার্টি নির্বাচনে জয় পেয়েছে । ২৫০ আসনের মধ্যে ১৭৭টি আসনে জিতে বাশার আল-আসাদ ও তার জোটসঙ্গীরা আরো এক দফা সরকারে থাকছেন । মঙ্গলবার এই সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বেশিরভাগ মানুষই ভোট দিতে আসেননি। নানা প্রতিকুলতার কারণে শেষ পর্যন্ত ভোট হয়েছে ৩৩ শতাংশ । ২০১৬ সালের নির্বাচনের তুলনায় এটি ২৪ শতাংশ কম। সিরিয়ার নির্বাচন কমিশনের প্রধান সামির জামরিক জানান, কেউ যদি ফল নিয়ে অসন্তুষ্ট থাকে তাহলে তিনি তা জানাতে পারবেন।
আরও পড়ুন :- চীনা হুমকি বাড়ছে: তাইওয়ান
নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী ফলাফলে সন্তুষ্ট না হলে আগামী তিন দিনের মধ্যে অভিযোগ করতে পারেন। সিরিয়ায় সন্ত্রাসীমুক্ত অঞ্চলজুড়ে সাত হাজারেরও বেশি ভোটকেন্দ্র রয়েছে। এমন একটা সময়ে এই নির্বাচন হলো যখন সিরিয়ার সামনে একদিকে রয়েছে বাজারে ধ্বস, অন্যদিকে আন্তর্জাতিক মহলে নানা ধরনের বিধিনিষেধ। নতুন করে অর্থনীতিকে দাঁড় করানোর ইস্যুকে সামনে রেখে এবারের নির্বাচনে লড়েন মোট ১ হাজার ৬৫৮জন প্রার্থী।
আরও পড়ুন :- ভারতের পিলার গুড়িয়ে দিল নেপালিরা!