বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। তার ছোট ভাই আবদুল নবিন খান বিষয়টি নিশ্চিত করেন ।
আবদুল নবিন খান বলেন, ভাইকে গত মঙ্গলবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার টেস্টে করোনা পজেটিভ আসে। শ্বাসকষ্ট বেড়ে গেলে মুগদা হাসপাতালে আইসিইউ বেড না পেয়ে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ সেখানেই তার মৃত্যু হয়।