শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির। স্বল্প সময়ের জন্য তিনি হাসপাতালে তার বেডের বাইরে যেতে পারছেন। সোমবার তাকে চিকিৎসা দেয়া জার্মানির বার্লিন হাসপাতাল একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
বার্লিনের চ্যারিটি হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, রোগীর যান্ত্রিক ভেন্টিলেশন সফলভাবে সরিয়ে নেয়া হয়েছে।
বর্তমানে তাকে অন্যান্য চিকিৎসা দেয়া হচ্ছে এবং তিনি সামান্য চলাচল করতে পারছেন ও স্বল্প সময়ের জন্য তার বিছানার বাইরে যেতে পারছেন।
সোমবার বার্লিন জানায়, ইউরোপীয় দু’টি ল্যাবরেটরির সহযোগিতায় জার্মানী নাভালনিকে নভিচক নার্ভ এজেন্ট প্রয়োগের প্রমাণ পেয়েছে। ফলে এ ঘটনার ব্যাপারে ক্রেমলিনের ওপর চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আলেক্সেই নাভালনি
[…] […]