ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে

ঈদুল আজহা

ত্যাগের মহিমায় দেশজুড়ে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

এর আগে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহে। কড়া নিরাপত্তার মধ্যে রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও সামরিক-বেসামরিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন প্রধান জামাতে।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে এক ঘন্টা পর পর চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পৌণে ১১টায় হবে পঞ্চম জামাত। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়াও রাজধানীর পাড়া-মহল্লার মসজিদেও অনুষ্ঠিত হচ্ছে ঈদুর আজহার জামাত।