জয়পুরহাটের পুরানপৈল রেলগেটে একটি যাত্রীবাহী বাসকে ট্রেনের ধাক্কায় বাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন। এই ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।
ঘটনাস্থল থেকে জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আরো পড়ুন- নেশার টাকা না পেয়ে বাবাকে খুন করল ছেলে
[…] […]