আবারও মহাসচিব পরিবর্তন হল জাতীয় পার্টিতে; মসিউর রহমান রাঙ্গাঁকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে এই পদে ফিরিয়ে আনলেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।
আরও পড়ুন :- এমপি ইসরাফিল আলম লাইফ সাপোর্টে
মহাসচিব পরিবর্তনের বিষয়ে দলের কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, “এ বিষয়ে চেয়ারম্যান বলতে পারবেন। কিছু জানি না আমি। তবে শুনেছি, মহাসচিব পরিবর্তন হয়েছে।”
আরও পড়ুন :- মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে দলের মহাসচিব হিসেবে নিযুক্ত করেন। ফলে জিয়াউদ্দিন বাবলু মহাসচিব হিসেবে এমপি মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন। এ আদেশ রোববার থেকে কার্যকর হবে বলে জানান জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম।
এদিকে পার্টির গুরুত্বপূর্ণ পদ থেকে কী কারণে সরানো হলো এ বিষয়ে জানতে চাইলে মশিউর রহমান রাঙ্গা বলেন, পার্টির চেয়ারম্যান ও সিনিয়ররা যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন। এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।
আরও পড়ুন :- বিএনপি নেতা আউয়াল খানের মৃত্যু