সাত্তার টেক্সটাইলের চেয়ারম্যান, এমডিসহ এক পরিচালকের নামে গ্রেফতারি পরোয়ানা

চেক ডিসঅনার মামলায়

চেক ডিসঅনার মামলায় এবি ব্যাংকের অনাদায়ী ঋণ গ্রাহক সাত্তার টেক্সটাইল মিলস লিঃ গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ এক পরিচালকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত মঙ্গলবার রাতে ধানমন্ডি থানার এসআই জিল্লুর রহমান এবং এএসআই মামুন হাসান সাত্তার টেক্সটাইল মিলস লিঃ এর চেয়ারম্যান ও এমডিসহ এক পরিচালকের উল্লেখিত ঠিকানায় গ্রেফতার অভিযানে গেলে জানা যায় তারা বাসায় তালা লাগিয়ে পরিবারসহ পালিয়ে গেছেন।

উল্লেখ্য, এবি ব্যাংকে প্রায় ৩১১ কোটি টাকা অনাদায়ী ঋণ রয়েছে সাত্তার টেক্সটাইল মিলস লিঃ প্রতিষ্ঠানের নামে। ওই ঋণ পরিশোধ না করায় চেক ডিসঅনার মামলায় ১৫ই ডিসেম্বর ২০২০ তারিখ গত মঙ্গলবার সাত্তার টেক্সটাইল মিলস লিঃ এর চেয়ারম্যান জনাব মোঃ হারুন-অর-রশিদ, এমডি জনাব আমিনুর রশিদ এবং পরিচালক এ.এইচ.এম জাহাঙ্গীরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এই টাকা আদায়ে গত ১৭/০৬/২০১৯ তারিখে যায়যায়দিন পত্রিকায় নিলামের আয়োজন করে এবি ব্যাংক।

আরো পড়ুন- এইচএসসির ফল প্রকাশ চলতি মাসেই