jamal-du-teacher

ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জামাল খান মারা গেছেন। শনিবার ভোর ৬টায় ঢাকায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামাল খান ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ সফি উল্লাহ।

প্রায় তিন বছর আগে জামাল খানের ক্যানসার ধরা পড়ে। ভারতেও চিকিৎসা নিয়ে এসেছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

জামাল খানের বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী অধ্যাপক ফারজিদ হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক।

অধ্যাপক সফি উল্লাহ জানান, জামাল খানের লাশ দুপুরে ভূগোল ও পরিবেশ বিভাগে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।