এ বি ব্যাংকে শতাধিক কর্মী ছাঁটাই

এজিএমের ভেন্যু

মহামারী করোনার মধ্যে বেতন কমানোর পর এবার কর্মকর্তা ছাঁটাই করল এবি ব্যাংক। রোববার বেসরকারি খাতের এই ব্যাংকটির  নির্দেশনা কার্যকর হয়েছে শতাধিক কর্মকর্তার চাকরিচ্যুতির ।

গত বুধবার এই কর্মকর্তাদের ছাঁটাইয়ের নোটিস দিয়েছিলো ব্যাংকটি । তাতেই বলা হয়েছিল, রোববার থেকে তাদের চাকরি নেই।

আরো পড়ুন- পাঁচ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করলো এবি ব্যাংক

বিষয়টি নিয়ে এবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলীকের পক্ষ থেকে কিছু জানা যায়নি।

তখন ছাঁটাইয়ের বিষয়ে কথা বলতে চাওয়ার কথা জানিয়ে এসএমএস করার পর তিনি ফিরতি এসএমএসে এ বিষয়ে কথা বলতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

কর্মকর্তাদের চাকরিচ্যুতির নোটিসে ব্যয় কমিয়ে আনাকে এই ছাঁটাইয়ের কারণ হিসেবে দেখানো হয়েছে।

নোটিসে বলা হয়েছে, “এবি ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আপনাকে চাকুরিচ্যুত বা ছাঁটাই করার (টার্মিনেট) করার সিদ্ধান্ত নিয়েছে, যা ১২ জুলাই থেকে কার্যকর হবে।

“আপনার সকল বকেয়া এবং পাওনা পরিশোধ করা হবে। এবি ব্যাংকের নিয়ম অনুযায়ী সকলকে তিন মাসের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।”

“ভবিষ্যতে ব্যাংক টিকিয়ে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় ব্যাংক আর অতিরিক্ত খরচ বহন করতে পারছে না।”

“এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিলে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন,” বলা হয় নোটিসে।

চাকরিচ্যুত একাধিক কর্মকর্তা বলেন, সবমিলিয়ে রোববার ১২১ কর্মকর্তার ছাঁটাইয়ের আদেশ কার্যকর হয়েছে।

আরো পড়ুন- ওয়ান ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ