সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এসআই আকবরের নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় এসআই আকবরকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আকবরকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আওলাদ হোসেন। শুনানি শেষে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালতে আকবরের পক্ষে কোন আইনজীবী শুনানিতে অংশ গ্রহণ করেননি।
আজ দুপুর দেড়টার দিকে পালিয়ে থাকা পুলিশের সাব-ইন্সপেক্টর (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে আদালতে নিয়ে আসে পিবিআই। এর আগে সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টায় তাকে কানাইঘাট সীমান্ত এলাকা থেকে সিলেটে নিয়ে আসা হয়।
আরো পড়ুন- ছেলে হত্যার বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রায়হানের মা
সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত থেকে এস আই আকবরকে আটক করে স্থানীয় খাসিয়ারা। পরে বিজিবি তাকে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।