AIUB

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড.মো: নুরুলইসলাম।

নব নিযুক্ত এইউবি ট্রেজারারকে ফুলেল শুভেচ্ছা জানান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এ উপস্থিত ছিলেন সময় এশিয়ান ইউনিভার্সিটি’র একাডেমিক ও এ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের প্রধানগন।

প্রফেসর ড. নুরুল ইসলাম ১৯৫৫ সালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম সুফিয়া খাতুন ও পিতার নাম আ ফ ম আব্দুর রহমান।

তিনি সর্বশেষ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছিলেন। এছাড়াও তিনি এই বিভাগের ডীন ও চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি বিএসটিআই এর দুধ ও দুগ্ধজাত খাবার বিভাগের চেয়ারম্যান হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন।