জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা,মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে মাশরাফি, তার স্ত্রী ও ছোট ভাইও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।
তিনি জানান, মাশরাফির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয় গত বৃহস্পতিবার। গতকাল শুক্রবার তাঁদের করোনা পজিটিভ ফল জানা যায়।
আরো পড়ুন- বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান আর নেই
এর আগে মাশরাফি, তার স্ত্রী সুমনা হক সুমি ও ছোট ভাই মুরসালিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা সকলেই করোনা থেকে সুস্থ হয়েছেন।
তবে বর্তমানে পরিবারে তারা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। সবাই ভালো আছেন।
আরো পড়ুন- এশিয়া কাপ স্থগিত