ইসরাইলকে সমর্থন করলে ১০ বছরের জেল, জরিমানা

ইসরাইলকে

কুয়েতি সরকার দেশটিতে থাকা নাগরিকদের ইসরাইলকে বাস্তব জীবনে বা সোশ্যাল মিডিয়ায় সমর্থন করলে ১০ বছরের জেল ও ৫ হাজার দিনার জরিমানার ঘোষণা দিয়েছে ।

আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ব্যাংকিংখাতে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও ক্যাপিটল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের একটি টুইট পোস্টের বরাতে বুধবার এমন খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এমএমএননিউজ টিভি।

টুইটে তিনি কুয়েত সরকারকে অভিবাদন জানিয়ে লেখেন, দেশটি একটি আইন জারি করেছে, যাতে কেউ সামাজিকমাধ্যম ও বাস্তবজীবনে ইসরাইলকে সমর্থন করলে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহাম জরিমানার মুখে পড়বে।

তিনি পিটিআই সরকার প্রধান ইমরান খানকেও এমন একটি উদ্যোগ নিতে পরামর্শ দেন।

এর আগে ফিলিস্তিনি নাগরিকদের বৈধ অধিকারের সমর্থনে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।

আরও পড়ুনঃ- থামার জন্য আমরা ঘড়ি ধরে বসে নেই: নেতানিয়াহু