ইউক্রেনে বিমান বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি সংস্থা জানিয়েছে, বিমানটিতে মোট আরোহী ছিলেন ২৭ জন । স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।খবর বিবিসির।
এনটোনভ-২৬ মডেলে ওই বিমানটি চলছিলো খারকিভ এয়ার ফোর্স ইউনিভার্সিটির প্রশিক্ষণার্থীদের নিয়ে । অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়।
খবর পেয়ে ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইউক্রেনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।বাকি ৩ জনের খোঁজ পাওয়া যায়নি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে নিতদের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরো পড়ুন- রাশিয়ার ক্ষেপণাস্ত্র দিয়েই ইউক্রেনের সেই বিমানে হামলা!
[…] আরো পড়ুন- ইউক্রেনে বিমান বিধ্বস্ত : নিহত ২২ […]